গজারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সামসুমুজ্জোহা চৌধুরী তপন নাকে একজনের ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৩ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজারে চৌধুরী মার্কেটর সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তানভীর হক তুরিন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মমিনুল হক টিটুর ছেলে। এ ঘটনায় তুরিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ভবানীপুর গ্রামের তুরিনের নেতৃত্বে কাজী জুয়েল, তপু, রিফাত শরীফ ও আরিফসহ অজ্ঞাত আরও ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসায়ীর মার্কেটের ভেতরে ঢুকে শাটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় মার্কেটের গলির ভেতরে পার্কিং করা তার একটি কারও ভাঙচুর করে।

ভাঙচুরের আওয়াজ শুনে ভুক্তভোগীর বড় ভাই মাসুমুজ্জোহা চৌধুরী ও ছোট ভাই ইমরুজ্জোহা চৌধুরীসহ মার্কেটের লোকজন এগিয়ে এলে তাদের বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। রাতেই এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত তুরিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, শুক্রবারে হোসেন্দী ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠান ও একটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।