শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ সংবাদ প্রকাশের জেরে খুলনার স্থানীয় ‘দেশ সংযোগ’ পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে আজ পত্রিকাটিতে প্রকাশিত একটি সংবাদে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের ‘সংসদ সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়। এটা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দেশ সংযোগ পত্রিকার সম্পাদক খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ। গত ৫ আগস্ট পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল। এরপর পত্রিকাটির প্রকাশনা ১৫ দিনের মতো বন্ধ ছিল। মাস পাঁচেক আগে পুরোনো কার্যালয় বন্ধ করে মির্জাপুর এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে সেখান থেকে পত্রিকার প্রকাশনার কাজ শুরু হয়।
হামলার পর পত্রিকার সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম বলেন, ‘আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। ভুলবশত পত্রিকায় সে বিবৃতি হুবহু ছাপা হয়। এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হলে ভুল স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়। তারপরও হামলা হয়েছে। ফোন করে অনেকে হুমকিও দিচ্ছেন আমাদের।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বলেন, ‘পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আর যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’