ধান কাটা নিয়ে বাগবিতণ্ডা, কাস্তে দিয়ে কৃষককে হত্যা

ক্ষেতে ধান কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে কাস্তে দিয়ে আরিফ (২৫) নামে এক কৃষককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গর্জনা গ্রামে ঘটনাটি ঘটে।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মেহের আলী শেখের ছেলে মানিক হৃদয় (৩২) ও একই উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের মান্নান শেখের ছেলে বাবুল শেখ (২৮)। নিহত আরিফ দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের ফকিরপাড়ার জিরিম কবিরাজের ছেলে।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ধান কাটা নিয়ে গ্রেফতার আসামিদের সঙ্গে আরিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক বাবুল ধান কাটার ধারালো কাস্তে দিয়ে ধান ক্ষেতেই জবাই করে হত্যা করে। এ সময় আসামিরা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।