ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধ্রুব দাস (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় চার কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) রাতে ইসদাইর এলাকার রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত ধ্রুব দাস ইসদাইর বাজার এলাকার মাধব দাসের ছেলে। সে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্র জানায়, রাবেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর রেশ ধরে রাত সাড়ে ৮টায় সাত থেকে আট জন কিশোর ধারালো চাকু দিয়ে ধ্রুবর পায়ে আঘাত করে। ঘটনাস্থলে তার প্রচুর রক্তপাত হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, আশঙ্কাজনক অবস্থায় ধ্রুকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।