ঈদের পর বেতন দেবে বলেছিল, এসে দেখি কারখানা বন্ধ

সাভারে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আশুলিয়ার আউকপাড়া এলাকার ‘বাংলার ফ্যাশন লিমিটেড’ কারখানার শ্রমিকরা স্থানীয় আনোয়ার জং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। 

শ্রমিকরা জানিয়েছেন, বাংলার ফ্যাশন কারখানায় দুই শতাধিক শ্রমিক কাজ করেন। ঈদ উপলক্ষে শ্রমিকদের পাওনা টাকার কিছুটা পরিশোধ করে কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। ঈদের পর শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবে বলা হয়েছিল। কিন্তু পাওনা পরিশোধ তো দূরের কথা ঈদের পর কারখানা চালু করেনি মালিকপক্ষ। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক খাদিজা বেগম বলেন, ‌‘আমার দুই মাসের বেতন দেয়নি মালিকপক্ষ। ঈদের আগে আমাদের তিন থেকে পাঁচ হাজার টাকা করে দিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়। ঈদের পর সব পাওনা পরিশোধের কথা বলেছিল তারা। ঈদের ছুটি শেষে ফিরে দেখি কারখানা বন্ধ করে দিয়েছে। অনেকে দুই মাস, কেউ এক মাসের বেতন পাওনা রয়েছেন। বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছেন শ্রমিকরা।’

এ বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ অবস্থায় কারখানার দুই শতাধিক শ্রমিক বিপাকে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে কারখানা খুলে দিয়ে তাদের বেতন পরিশোধের দাবি জানাই।’

কারখানার ব্যবস্থাপনা পরিচালক সোরহাব হোসেন বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। আলোচনা শেষে কারখানা খুলে দেওয়া হবে।’

আশুলিয়া শিল্প পুলিশের এসআই রশিদ ইসলাম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। কারখানার এক পরিচালক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেওয়া হবে।’