জয়দেবপুর লেভেল ক্রসিং থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, ‌‘জয়দেবপুর বাজার সংলগ্ন লেভেল ক্রসিং এলাকার কলাপট্টি এবং মারকাজ মসজিদের আশপাশে রেলওয়ের জায়গা থেকে সব ধরনের অবৈধ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা আব্দুল্লাহ আল-নূর। গাজীপুর সদর থানা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।