শিমুলিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি

দক্ষিণাঞ্চলের প্রবেশমুখ শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথের মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যানবাহনের জন্য অপেক্ষা করছে ফেরি।

বুধবার (২৫ মে) সকালে দেখা যায়, ঘাটের পার্কিং ইয়ার্ডে অপেক্ষমাণ কোনও যানবাহন না থাকায় তিনটি ফেরি দীর্ঘ সময় ধরে পল্টুনে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, শিমুলিয়া ঘাটে যানবাহনের খুব একটা চাপ নেই। সকালে সামান্য কিছু যানবাহন ছিল, সেগুলো নির্বিঘ্নে পার করা হয়েছে। দুপুর ১২টার পরে যানবাহনশূন্য হয়ে যায় ফেরিঘাট। এ কারণে যানবাহনের অপেক্ষায় তিনটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। ঝড়ো হাওয়ায় পদ্মা কিছুটা উত্তাল থাকায় দুপুর ১২টার পর ২০ মিনিট স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।