৪০০০ লিটার সয়াবিন তেল জব্দ, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারে অভিযান চালিয়ে চার হাজার লিটার সয়াবিন তৈল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ। 

এ সময় সয়াবিন তৈল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার শ্রীনগর কোলাপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ছাড়া সয়াবিন তেল মজুত রেখে গায়ের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে ওই বাজারের সেলিম স্টোর ও সাঈদ স্টোরকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয় বলে জানান তিনি।