একজনের বাড়িতে মিললো ৩৬৪৯ ভরি রুপা

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬৪৯ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের গোয়ালচামট লাহেড়িপাড়া এলাকার কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার বাড়ি থেকে তিন হাজার ৬৪৯ ভরি (৪২.৪৩০ কেজি) রুপার অলঙ্কার উদ্ধার করা হয়। এ সময় আসাদুজ্জামান ও সানি খানকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ফরিদপুর শহরে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব রুপার অলঙ্কার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জামাল পাশা বলেন, অভিযানের সময় গ্রেফতারকৃতদের তিন সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আসাদুজ্জামান এর আগেও রুপার অলঙ্কারসহ দোহার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ওই মামলায় জামিনে বের হয়ে পুনরায় একই কাজ শুরু করে। কারণ এটাই তার পেশা।