নরসিংদীতে অবৈধ ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নরসিংদীতে নিবন্ধন না থাকায় চারটি ডায়াগনস্টিক ও একটি ডেন্টাল সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আবু কাউসার সুমন।

বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো– নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।

আরডিসি শ্যামল বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন বলেন, ‘নরসিংদীর ছয়টি উপজেলায় ৪০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অনিবন্ধিত প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।’