স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আকলিমা আক্তার আঁখি (২২) নামে এক পোশাককর্মীকে হত্যার অভিযোগে স্বামী আকবর আলীকে (২৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ মন্ডলপাড়া এলাকার আনোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। সবজি বিক্রেতা আকবর হোসেন কালিয়াকৈরের রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে। উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া তিনি। আকলিমা ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।

বাড়ির মালিকের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, গত ৫ মে আকবর ও আকলিমা আনোয়ার মন্ডলের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এর আগে ঢাকার মিরপুরে বসবাস করতেন তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। বৃহস্পতিবার রাতেও ঝগড়া হয। পরে ঘুমিয়ে পড়লে তার মাথায় শিলপাটা দিয়ে আঘাত করেন আকবর। আঘাত পেয়ে আকলিমা ঘুম থেকে জেগে উঠলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। আনোয়ার মন্ডল বিষয়টি টের পেয়ে আকবরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। 

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।