ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে গোবর নিক্ষেপ  

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকার ওপর গোবর ও কাদা মিশ্রিত ময়লা পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুন) বিকাল ৫টার দিকে করিমগঞ্জের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষিকা ফেসবুকে ঘটনার বিষয়ে পোস্ট করেন। সোমবার (১৩ জুন) বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। 

স্থানীয়রা জানান, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছিল। স্থানীয় কয়েকজন যুবক উত্ত্যক্তের পাশাপাশি মোবাইল ফোনে তাদের ছবিও তুলতো। রবিবার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে অভিযুক্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ওই দুই ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করে। বিষয়টি দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন-১, শাহনাজ পারভীন-২, লাভলী রানী পাল ও তানিয়া ছিদ্দিকী বহিরাগতদের বিদ্যালয় থেকে বের করে দেন। 

পরে ছুটি শেষে চার শিক্ষিকা অটোরিকশা দিয়ে বাসায় ফেরার পথে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় ওই যুবকরা অটোরিকশার গতিরোধ করে। পরে শিক্ষিকাদের শরীরে গোবর ও কাদা মিশ্রিত ময়লা পানি ছুড়ে মারে তারা।

ঘটনার বিষয়ে শিক্ষিকা শাহনাজ পারভীন-১ সন্ধ্যার পর তার ফেসবুকে পোস্ট করলে প্রতিবাদের ঝড় উঠে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মামলা করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।