X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিদ্যালয় ঘেরাও

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানি ও তাদের সঙ্গে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করেন। এ সময় প্রধান শিক্ষককে না পেয়ে অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খান অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছে। আজ সকালে বিদ্যালয়ে হাজিরা দিয়ে বিরূপ পরিস্থিতি দেখে বাইরে চলে যাই।’

রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, ‘ঘটনা শুনে স্কুলে গিয়ে দেখি অন্যান্য শিক্ষকদের এলাকাবাসী অবরুদ্ধ করে রেখেছে। আমি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার অভিভাবকদের ঘটনার সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রধান শিক্ষক জমি নিয়ে যেই বিরোধের কথা বলছেন সেটি সত্যি নয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুর রহমান বলেন, ‘এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। উপজেলা শিক্ষা অফিসার বিস্তারিত জানাতে পারবেন।’

সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে স্কুলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুর রহমানকে পাঠিয়েছিলাম। তাকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
যৌন হয়রানিসহ নানা অভিযোগে ইবি শিক্ষক চাকরিচ্যুত
আ.লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচন তদন্তে কমিটি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক