এক মাসের শিশু সন্তানকে নিয়ে কেন্দ্রে সুমাইয়া

জীবনের প্রথম ভোট দিতে এক মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন সুমাইয়া পারভিন। পরে ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করেন। সুমাইয়া কামালদিয়া ইউনিয়নের কালপোহা মধ্যপাড়ার বাসিন্দা কামরুজ্জামানের স্ত্রী। সোমবার (১৫ জুন) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালপোহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিশু সন্তানকে কোলে নিয়ে ভোট দিতে আসেন তিনি।  

ভোট দেওয়া শেষে সুমাইয়া বলেন, জীবনের প্রথম ভোট, তাই এক মাসের শিশু সন্তানকে কোলে নিয়েই কেন্দ্রে এসেছি। বিশেষ করে এই প্রথম কামালদিয়া ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। সে কারণে জীবনের প্রথম ভোটটি ইভিএমে দিতে পেরে খুব খুশি হয়েছি।

তিনি আরও বলেন, আগে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হতো। এবারই প্রথম আমাদের এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। তাই ইভিএমে ভোট দেওয়াটাও নতুন, প্রথম ভোট ইভিএমে দেওয়ার বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার (১৫ জুন) ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ও চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ইভিএমে ভোটগ্রহণ হয়।

সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নে ভোটার রয়েছে ১২ হাজার ৮৫৯ জন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়া জেলার চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছে তিন হাজার ৬৫০ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিজিবি, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।