প্রিজাইডিং অফিসারকে মারধর, পরাজিত প্রার্থীসহ আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সন্ধ্যায় ইউনিয়নের পাঁচপীর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলাফলের সময় দুই কেন্দ্রে প্রাপ্ত ভোটের ঘোষণা দিলেও শুধু পুরুষ কেন্দ্রের ফলাফল হস্তান্তর করা হয়েছে অভিযোগ করেন পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পরাজিত ইউপি সদস্য আবু তাহের, আল মাহবুব ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে করলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে পরাজিত প্রার্থীদের সমর্থকরা। এ সময় পুলিশ লাঠি চার্জ করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলার অভিযোগে পরাজিত সদস্য প্রার্থী মাহবুবসহ দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নির্বাচনের প্রার্থীরা জয়-পরাজয় নিয়ে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনও মামলা হয়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, ‘কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম ওপরে হামলা চালিয়ে মারধর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সময় লাগছে।’