ওষুধ উৎপাদন কারখানার প্রাচীর ধসে প্রাণ গেলো পথচারীর

গাজীপুরের শ্রীপুরে ওষুধ উৎপাদনকারী কারখানার পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে পথচারী ফরিদ আহমেদের (৩০) মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুগিপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

শুক্রবার (১৭ জুন) বিকাল ৩টায় উপজেলার নয়নপুর বাজারের উত্তর পাশের যুলফার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার পুরোনো সীমানা প্রাচীর চাপা পড়ে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, ফরিদ ওই সময় কারখানার সীমানা প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিবৃষ্টির কারণে পুরনো সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে। এতে পথচারী ফরিদ আহমেদ ওই প্রাচীরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আহত ব্যক্তিকে পাওয়া যায়নি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।