স্ত্রীর সামনে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান। রফিকুল ইসলাম উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার মৃত আমানত খাঁনের ছেলে।

স্বজনরা জানান, রূপগঞ্জের ভায়েলা কবরস্থান এলাকায় ঘর ও পোলট্রি ফার্ম নির্মাণ করে ব্যবসা ও বসবাস করে আসছেন রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুপালী বেগম। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ২-৩ জন অজ্ঞাত যুবক ঘরে প্রবেশ করে স্ত্রীর সামনে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্ত্রী আত্মীয়-স্বজনদের খবর দিলে রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত নিহতের বাড়িতে গিয়ে ছুরিকাঘাত করে। এতে সে রক্তক্ষরণে মারা যায়। প্রথমে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হামলাকারীরা ডাকাত ছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতির কোনও ঘটনা পাইনি। তবে তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে।

রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরার পর মামলা করবে পরিবার। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।