পানি পানের অজুহাতে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুট

ফরিদপুরের চরভদ্রাসনে পানি পানের খাওয়ার অজুহাতে প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে সৌদি প্রবাসী আব্দুল কাদের মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন (২৮) দাবি করেন, বিকালে বাড়িতে আমি একা ছিলাম। ছেলে মুস্তাকিম (৮) ও মেয়ে নুসরাত জাহান (৫) পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। আমার শাশুড়ি ছেলে-মেয়েদের আনতে গিয়েছিল। এই সময় অচেনা এক ব্যক্তি বাড়িতে এসে আমার শাশুড়িকে খোঁজ করেন। তিনি বাড়িতে নেই জানতে পেরে ওই ব্যক্তি আমার কাছে পানি খেতে চায়। আমি উঠান থেকে ঘরে পানি আনতে রওনা হলে আমার পেছন থেকে চুল ধরে মাটিতে ফেলে হাত পা ও মুখ বেঁধে ঘরে নিয়ে গিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখে এবং মারধর করে। এ সময় বাড়ির বাইরে থেকে আরেক ব্যক্তি ঘরে ঢুকে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

ওই গৃহবধূ আরও বলেন, প্রায় আধা ঘণ্টা পর অনেক কষ্টে ঘরের টিনের বেড়ায় আঘাত করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।