ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী আহত হয়েছেন। রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখানের কুচিয়ামারা কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মাহফুজ রিভেন। 

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি ভ্যানে করে সিরাজদিখান থানায় পাঠানো হয়েছে।

এছাড়া পদ্মা সেতুতে প্রতিযোগিতা করতে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই আরোহী। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে দুই জনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনার পর পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।