পদ্মা সেতুতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে আহত ৩

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে চালকসহ তিন জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার সেতুর উত্তর ভায়াডাক্টে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাকচালক মো. ইয়াসিন, হেলপার মো. রুবেল মিয়া ও পেঁয়াজের মালিক মো. কেয়ামত হোসেন। এর মধ্যে ট্রাকচালকের অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাওয়ার পথে টোল প্লাজার ২০০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজের ট্রাকটি উল্টে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বলেন, ‌‘ফরিদপুর থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল পেঁয়াজবোঝাই ট্রাকটি। পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে ২০০ গজ সামনে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর মধ্যে ট্রাকচালকের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’