সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলার চরসৈয়দপুর এলাকায় সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হোসেন, তন্ময় ও মাসুদ। গত রবিবার (২৬ জুন) রাত ১০টার দিকে চরসৈয়দপুর এলাকায় দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। তিনি গোগনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

নিহতের স্ত্রী মতাজ বেগম বাদী হয়ে ২২ জন ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, গ্রেফতার তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদলত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বাকি তথ্য বেরিয়ে আসবে।

সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। কে বা কারা ঘটিয়েছে তা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না। 

স্থানীয়রা বলেন, চরসৈয়দপুর এলাকার ডকইয়ার্ডের একটি জাহাজের কাটা (গর্দা) অংশ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।