শিক্ষক হত্যা, ইউনুছ আলী কলেজের কমিটি গঠন স্থগিত

শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যানের নির্দেশে তা স্থগিত হয়। বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৪ আগস্ট ইউনুছ আলী কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি করার অনুমতির আবেদনটি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পরিদর্শন কর্মকর্তার মতামতের ভিত্তিতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যা, মামলায় কিশোর বললেও ছাত্রের বয়স ১৯

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। করোনার কারণে নতুন কমিটিও গঠন করা হয়নি। সে জন্য নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের জন্য বোর্ডে আবেদন পাঠানো হয়েছিল। 

পরবর্তীতে বোর্ড থেকে অনুমতি মিললে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।  

আরও পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যা: সেই ছাত্রের বাবা রিমান্ডে

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ ছাত্র আশরাফুল ইসলাম জিতু মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিইউতে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুলছাত্রকে প্রধান আসামি ও আরও তিন-চার জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল আহসান জিতু ও তার বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।