এক কাতল ২৪ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে

দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন,‌ ‘দৌলতদিয়া বাজারের দুলাল মন্ডলের মাছের আড়ত থেকে বেলা ১১টায় উন্মুক্ত নিলামে ২০ কেজির কাতল মাছটি কিনেছি। প্রতি কেজি ১২শ’ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করেন জেলে। এটি বিক্রয়ের জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১৪শ’ টাকা হলে বিক্রি করবো।’

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মার পানি বেড়েছে। এ কারণে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাগাইড় ও চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়েছে।’