মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ‘সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কার্টন তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার চার ঘণ্টা পর সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় নিয়ন্ত্রণে আসে। এতে এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ৪০ মিনিটে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার দ্বিতীয় তলা থেকে দুই শ্রমিক লাফিয়ে পড়েন। তাদের মধ্যে একজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন, তবে অবস্থা গুরুতর নয়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করেছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’