কালিয়াকৈরে টেক্সটাইল কারখানার আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ময়েজউদ্দিন টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ওই কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৭ জুলাই একযোগে উপজেলার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। আজ সকালে হঠাৎ করে ওই কারখানার নিচতলায় ডাইং সেকশনের ফিনিশিং ফেব্রিক্সে আগুন লাগে। নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই কক্ষে থাকা ফেব্রিক্সগুলো আগুনে পুড়ে গেছে। 

তিনি আরও জানান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কারখানার স্ট্যান্ডার মেশিনের ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ময়েজউদ্দিন টেক্সটাইল কারখানার (নিটিং-ডাইং) স্টোর ব্যবস্থাপক (ম্যানেজার) মোহাম্মদ মানিক মণ্ডল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’