বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো খালা-ভাগনির

টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—নাটোরের নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগনি জামালপুরের চেংটিমারি গ্রামের রেজাইল করিমের মেয়ে রিয়া মনি (৫)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন জানান, জামালপুর থেকে অটোরিকশায় গাজীপুরের দিকে যাচ্ছিলেন ৪-৫ জন। রাবনা বাইপাস এলাকায় আসলে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত অবস্থায় মৌসুমীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।