পদ্মা সেতুর টোলপ্লাজায় ২ কিলোমিটার যানজট

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোলপ্লাজায় প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে মূলত সেখানে যানবাহনের সারি লম্বা হতে থাকে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

চালকদের অভিযোগ, প্রতিটি গাড়ির টোলপ্লাজা পার হতে প্রায় আধঘণ্টা সময় লাগছে। এ ছাড়া টোলপ্লাজার সামনে থাকা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও পাচ্ছেন না গাড়ি। এতে সেতু পার হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা।

padma-bridge2

গাড়িচালক আব্দুর রহমান বলেন, খুলনা থেকে জ্যাম ছাড়া এলাম। এখানে এসে দীর্ঘক্ষণ গাড়ি নিয়ে আটকে আছি। টোল আরও দ্রুত আদায় করা উচিত।

ব্যবসায়ী কাওসার বলেন, বিকাল থেকে এখানে পরিবার নিয়ে দাঁড়িয়ে আছি। এখনও (রাত ৯টা) গাড়ি পাইনি। কীভাবে যাবো জানি না।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছেন। এতে গাড়ির একটু চাপ বেড়েছে। টোল আগে থেকে দ্রুত আদায় হয়।