তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাংকুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত মো. শাকিব মিয়া (২২) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী তেলবাহী লরির সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাকিব নিহত হয়। এ সময় অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। 

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, ‌‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই নয়ন মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন।’