বাসি খাবার রাখায় বুফে রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা

বাসি খাবার সংরক্ষণের অপরাধে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার ক্রাউন বুফে রেস্তোরাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘ক্রাউন বুফে রেস্তোরাঁয় বাসি খাবার সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় এই জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী রেস্তোরাঁগুলো বাসি খাবার রাখতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আগের দিনের বাসি মাছ-মাংসসহ কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে রাখা ছিল। আজকে সেই খাবার ফ্রিজ থেকে বের করে, আর কিছু খাবার ফ্রিজে রাখা ছিল। বাসি খাবারগুলো গরম করে পরিবেশন করার উদ্দেশে ফ্রিজ থেকে বের করে রাখা হয়। এর মধ্যে অভিযান চালিয়ে খাবারগুলো জব্দ করি ও জরিমানা করি। আমাদের এই অভিযান চলবে।’