সন্ন্যাসীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই

মাদারীপুর জেলার শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নে চেয়ারম্যান ও কাঁঠালবাড়ি ইউনিয়নে একটি সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল ৪টায় শেষ হয় ভোট। সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হয়।

সন্ন্যাসীর চর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন ঘোড়া প্রতীকের কহিনুর হাওলাদার। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের রফিকুল ইসলাম পাঁচ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩১৫ ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন কহিনুর হাওলাদার।

অন্যদিকে, কাঁঠালবাড়ি ইউনিয়নে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে তালগাছ প্রতীকে পেয়ারা বেগম পেয়েছেন ৮৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের শিল্পী আক্তার ৩২ ভোট পেয়েছেন।

শিবচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সন্ন্যাসীর চর ইউনিয়ন পরিষদের ও পাঁচ জানুয়ারি পঞ্চম ধাপে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৩ এপ্রিল সন্ন্যাসীর চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ হাওলাদার মারা গেলে পদটি শূন্য হয়। অন্যদিকে, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে পেয়ারা বেগম শপথ না নেওয়ার কারণে উপনির্বাচন হয়েছে।

শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, শিবচরে দুটি উপনির্বাচন হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোনও বিশৃঙ্খলা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে।