টাঙ্গাইলের দুই ইউপিতে আ.লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

টাঙ্গাইল সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (২৭ জুলাই) রাতে বেসরকারি ফলে এমন তথ্য জানা যায়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক ও কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ছিলিমপুর ইউনিয়নে চশমা প্রতীকে সুজায়েত হোসেন এবং মাহমুদনগর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে আসলাম হোসেন বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল।  

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ হয়েছে। রাতে ফল ঘোষণা করা হয়।’