যানবাহন ছাড়াই শিমুলিয়ায় ফিরেছে ফেরি 

ড্রেজিংয়ের পর নাব্য সংকট কেটে যাওয়ায় মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়ায় ফিরেছে ফেরি কুমিল্লা। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। তবে এই সময় ফেরিতে কোনও যানবাহন বা যাত্রী পারাপার হয়নি। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ওই পাড় (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু, ফেরিতে কোনও যানবাহন ছিল না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওই পাড়ে যায়। তবে নাব্য সংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্য সংকট দূর করা হয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে এখন আর যানবাহনের কোনও চাপ নেই। যাত্রীর অভাবে চলছে না কোনও ফেরি বা লঞ্চ। তবে এক সময় এ ঘাট দিয়েই প্রতিদিন শতশত যানবাহন ও হাজারো যাত্রী পারাপার হতো। 

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে কোনও লঞ্চ চলেনি। কারণ, ঘাটে কোনও যাত্রী নেই। শিমুলিয়া ঘাটে এখন আর আগের চিত্র নেই। এখন লঞ্চ অপেক্ষা করে যাত্রীর জন্য।