মানবপাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলা থেকে চার জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এই রায় ঘোষনা করেন। রায় ঘোষণাকালে তিন আসামি উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো-মর্জিনা বেগম (৪০), জেসমিন বেগম (পলাতক),  সাহাবুদ্দিন ও মো. টিটু (২৯)। খালাসপ্রাপ্তরা হলো- জাকির হোসেন (৫৫), মোহাম্মদ হোসেন সাগর (২২), মো. শরিফ ও  মো. আসলাম (২৮)। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মানবপাচার মামলায় আট আসামির মধ্যে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে তিনজন উপস্থিত ও একজন পলাতক রয়েছে। অপর চার জনকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ৮ বছরের শিশুকে অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় পরে তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়।