সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি রামদা ও রডসহ ডাকাতির একটি অটোরিকশা উদ্ধার করা হয়। 

বুধবার (১৭ আগস্ট) ভোররাতে মহানগরীর যোগীতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুরের সূর্যনগর এলাকার আনছার আলীর ছেলে রাজিব (২৩), রাজশাহীর ঝলমলিয়া বাজার এলাকার মৃত মিলনের ছেলে সুজন (২২), ময়মনসিংহের বয়রা এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে রাজু ওরফে পিনিক রাজু (২০), একই জেলার নোয়াপাড়া এলাকার মোস্তফার ছেলে মাহফুজ (২১) ও জামালপুরের কালিকাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সায়েম রহমান (১৯)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করতো।

ওসি মালেক খসরু আরও বলেন, মহানগরের যোগীতলা এলাকার বাংলা লিংক টাওয়ারের সামনের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।