১২ কেজির রুই সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১২ কেজি ওজনের একটি রুই মাছ ২৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলে খোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সকালে পদ্মা নদীতে খোকন হালদারের জালে ১২ কেজি ওজনের রুই মাছ ধরা পড়ে। খবর পেয়ে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ২২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি আমার আড়তে এনে কুষ্টিয়ার কুমারখালীর এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তিনি প্রতি কেজি ২৩-- টাকা দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। নদীতে পানি বাড়াতে কাতল, পাঙাশ, বাগাড়, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও বেশি ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।