আবার একটা ঘণ্টা বাজাবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘এক জায়গা থেকে ঘণ্টা বাজাতে হয়। প্রতিবারই নারায়ণগঞ্জ ঘণ্টা বাজিয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের ঘণ্টা নারায়ণগঞ্জে বাজিয়েছেন। বায়ান্নর ভাষা আন্দোলনের ঘণ্টা নারায়ণগঞ্জ বাজিয়েছে। ৬২, ৬৬ ও ৬৯-এর ঘণ্টা এই নারায়ণগঞ্জ বাজিয়েছে। সেই নারায়ণগঞ্জে আমরা আবার একটা ঘণ্টা বাজাবো। কথায় কথায় ওরা রাজপথ দখল করার কথা বলে, সাহস থাকলে সড়কে নেমে দেখান। আমাদের শরীরে জং ধরে গেছে। আসুন মাঠে নামি। ঢাকায় নামবেন, আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে দেখা করে আসবো।’

সোমবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাছের পাতার মতো সবাই আওয়ামী লীগার হয়ে গেছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘চারদিকে এখন গাছের পাতার মতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এত আওয়ামী লীগ, এত যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, এত কৃষক লীগ, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় জামাত কিংবা বিএনপি করি। অনেকের মতো চুপ করে থাকতে পারি না। অনেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে ভালো পজিশনে থাকেন, বড় বড় পদ পদবিও পান। এখন চুপ করে থাকেন কেন? আমি সবাইকে অনুরোধ করবো, আসেন একসঙ্গে কাঁধ মিলিয়ে থাকি।’ 

সংসদ সদস্য বলেন, ‘ওরা শামীম ওসমানকে গালি দেয়। কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে গালি দেবে আমরা মেনে নেবো না। আপনারা চুপ থাকতে হলে থাকেন, আমি একা হলেও চুপ থাকবো না। কে নামলো কে নামলো না তাতে আমার কিছু আসে যায় না। দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওরা স্বাধীনতা মানতে পারেনি।’

আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি ডিক্লেয়ার দিয়ে গেলাম, ইনশাআল্লাহ ২০২৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় শেখ হাসিনা আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন। আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ করে বললাম।’ 

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাইরে থেকে টাকা আসছে, কোথা থেকে আসছে তা জানি। যারা টাকার ব্যবস্থা করছেন তারা এখন কোন দেশে আছে তাও জানি। এই জানি দেখে মাথার রক্ত গরম হয়ে যায়। তবে সামনের লড়াইটা হবে কঠিন। এতদিন সহ্য করেছি, আর না। লগি বৈঠা দেখেছেন। আরও অনেক কিছু দেখবেন। জনগণের ভোটে ক্ষমতায় আসেন। কোনও আপত্তি নেই। পেছনের দরজা দিয়ে আসতে যদি চেষ্টা করেন, পারবেন না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জি এম আরমান প্রমুখ।