ছবি ভাইরালের পর ২ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই শিক্ষার্থীর একটি ছবি ভাইরালের পর তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ থেকে এই তথ্য জানা গেছে।

ওই নোটিশে বলা হয়েছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে, ২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দুজন শিক্ষার্থীর একটি ছবি যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে এই বিষয়ে সতর্ক করা হলো।

প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর চুম্বনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এক পর্যায়ে আমাদের কাছে ছবিটি চলে আসে। তারপর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়। ওই দুই শিক্ষার্থীকে ক্লাস করাতে আপত্তি জানান শিক্ষক মন্ডলী। এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভায় ছাত্রী এটি তার ছবি বলে আমাদের জানান। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে ওই শিক্ষার্থীকে সোমবার (২২ আগস্ট) সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে টিসি দেওয়া হয়নি। দুই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা আলাপ-আলোচনা করছেন। তারা সম্মত হয়ে কোনও কিছু জানালে ম্যানেজিং কমিটি বসে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে স্কুলের একাধিক শিক্ষার্থী জানায়, ওই ছাত্র-ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা ৩/৪ মাস আগে ঘুরতে বের হয়। সেখানে তাদের চুম্বনের একটি ছবি তোলা হয়। ১/২ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি ফেসবুকে ছবিটি ছড়িয়ে দেয়।