ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎপৃষ্টে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রেলওয়ে পাওয়ার হাউজের কাছে হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব কুমার (১৬) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)। দেব কুমার ও মিলন লাল চাচা‌তো ভাই। 

আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরেকজন সেন্টাল হাসপাতাল ও একজন বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেওয়ার কাজ করছিলেন কয়েকজন। এ সময় খুঁটিটি হেলে বিদ্যুতের তারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ছয় জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।