সাভারে ফোম কারখানায় অগ্নিকাণ্ড

সাভারের জামশিং এলাকায় নেপেল ম্যাট্রেস অ্যান্ড ফোম কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূরুল ইসলাম জানান, সকালে কারখানায় হঠাৎ আগুন লাগে। কারখানাটিতে ফোম ও ম্যাট্রেস তৈরির কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। ওই কারখানায় অনুমোদনহীন বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে ফোম ও ম্যাট্রেস উৎপাদন করা হতো। কারখানায় পরিবেশ ও ফায়ার সার্ভিসসহ অন্য কোনও বিষয়ে অনুমোদন ছিল না। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

কারখানার মালিক আবুল বাশার হাওলাদারের দাবি, অগ্নিকাণ্ডে তার কারখানায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।