পোশাকশ্রমিককে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ

সাভারে যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে বাড়িতে ডেকে এক পোশাকশ্রমিককে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই পোশাকশ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পোশাকশ্রমিক। অভিযুক্ত আহমেদ ফয়সাল নাইম তুর্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে।

ভুক্তভোগী পোশাকশ্রমিক মো. সুমন (২০) জানান, ‘স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার ফেসবুকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি দেখে স্থানীয় হালিম নামে এক ব্যক্তিকে দিয়ে তাকে ডেকে নিয়ে যান তুর্য। তার বাড়িতে গেলে জানতে চান কেন প্রতিমন্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এ সময় তুর্যসহ আরও পাঁচ জন মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনার বিচার চেয়েছেন সুমন।

এ বিষয়ে গার্মেন্টস কর্মী ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে আহমেদ ফয়সাল নাইম তুর্যকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে তার বাবা আবু আহমেদ নাসিম পাভেল বলেন, ‘আমি বিষয়টি জানি না। যেহেতু এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে, সেহেতু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’