বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোশারফ হোসেন ভূইয়া নামের এক দলিল লেখককে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে নিহতের লাশ উদ্ধারের সময় তার স্ত্রীকে আটক করে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোশারফ হোসেন কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে মোশারফ হোসেনকে ডাকাতরা হত্যা করেছে বলে তার স্ত্রী দাবি করেন। তিন-চার জনের একটি ডাকাত দল রাত ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাত সদস্যরা পালিয়ে যায় বলে জানায় মোশারফের স্ত্রী। পরে খবর পেয়ে আশপাশের লোকজন দলিল লেখককে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত ) আহসান উল্লাহ বলেন, বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটেছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের অনেক বিষয় রয়েছে। এই বিষয়ে এখন কোনও মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষে এ বিষয়ে বলা সম্ভব হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আহসান উল্লাহ। 

থানার ওসি হাফিজুর রহমান বলেন, ডাকাতির কোনও আলামত মেলেনি। তাই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোশারফ হোসেনের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান তিনি।