বিদেশ যেতে চাওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে নাজমার স্বামী কাউছার আলম তুহিন পলাতক। তুহিন ও নাজমা দুই সন্তান নিয়ে ফাজিলপুর এলাকার রকি মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্বজন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নাজমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুহিন। এ সময় সন্তানরা বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় নাজমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোহসিন জানান, স্বজনরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নাজমা দুবাই যেতে চেয়েছিলেন। কিন্তু তুহিন আপত্তি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।