অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুরের শিবচর উপজেলায় অনুমোদন না নিয়ে শিশুখাদ্য ও কোমল পানীয় তৈরির অপরাধে ‘পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দোরখোলা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ওই কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। 

তিনি জানান, ওই কারখানাটি অনুমোদন না নিয়ে অবৈধভাবে শিশুখাদ্য ও কোমল পানীয় উৎপাদন করছে বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান পরিচালনা করে হচ্ছে বলে জানান  জান্নাতুল ফেরদাউস।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশ।