বেশি দামে চিনি বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় মানিকগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়। শনিবার (২২ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান চালান।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সরকার নির্ধারিত খোলা চিনির কেজি ৯০ টাকার স্থলে ১১০ এবং ৯৫ টাকার প্যাকেট চিনি ১১৫ টাকা বিক্রি করায় দুলাল স্টোরকে ১৫ হাজার, মহিউদ্দিন স্টোরকে পাঁচ হাজার ও হাজি ওয়াহেদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা।