স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক ভূঁইয়া বাদলকে দল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, এমদাদুল হক ভূঁইয়া বাদল সুতালড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যা গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সংগঠনের কার্যনির্বাহী পদসহ প্রাথমিক সদস্য পদ হতে তাকে বহিষ্কার করা হলো।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জানান, যে-ই বিদ্রোহী প্রার্থী হবে তাকে বহিষ্কার করা হবে। এ ছাড়াও যারা দলীয় কার্যক্রম বিরোধী কাজ করবে, তাদেরও জবাবদিহিতা করতে হবে।

উল্লেখ্য, সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে আগামী ২ নভেম্বর। নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু। অপরদিকে,
এমদাদুল হক ভূঁইয়া বাদল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।