ঝড়-বৃষ্টির মধ্যে সড়কে প্রাণ গেলো ২ পুলিশ সদস্য ও এক আসামির

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য ও এক আসামি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক উপ-পরিদর্শক (এসআই) ও আরেক আসামি।

সোমবার (২৪ অ‌ক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুরের গোলাবা‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাজহারুল আ‌মিন এ তথ্য জানান।

নিহতরা হ‌লেন—জামালপুর সদরের নারায়ণপুর পু‌লিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন মিয়া (২৪)। তার বাড়ি জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মে।

ও‌সি মাজহারুল আ‌মিন জানান, নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ধর্ষণ মামলার দুই আসামির ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে ফিরছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত ৮টার দিকে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক পুলিশ সদস্য ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। বর্তমানে গাড়ির চালক ও উপ-পরিদর্শক আজিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তি‌নি আ‌রও জানান, সকা‌লে লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া‌ শে‌ষে পু‌লিশ সদস্যদের লাশ যার যার ইউ‌নি‌টে পাঠা‌নো হ‌বে।