অনুরোধ করলেও যাননি আশ্রয়কেন্দ্রে, ঘূর্ণিঝড়ে ঘরেই বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শরীয়তপুরে ঝোড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চিটারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া ওই নারীর নামা সাফিয়া বেগম (৬০)।

এদিকে, মৃতের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন। এ সময়  ওই এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ত্রাণ ও আর্থিক সহযোগিতা করা হয়েছে।

ঝড়ে ভেঙে পড়া ঘরবাড়ি

সেখানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, মৃতের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা, শুকনো খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়াও ওই পরিবারকে নতুন করে একটি ঘরে তুলে দেওয়া হবে। অন্য ক্ষতিগ্রস্তদেরও ত্রাণ দেওয়া হয়।

সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, আমরা ঘূর্ণিঝড়ের দিন (সোমবার) নদী তীরবর্তী লোকদের আশ্রয়কেন্দ্রে নিতে চেয়েছিলাম। তাকেও সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি আশ্রয়কেন্দ্রে যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়েছে।