কোচিং সেন্টার থেকে চিকিৎসককে ‘অপহরণ’

কিশোরগঞ্জে মির্জা কাউসার (২৮) নামে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

ডা. মির্জা কাউসার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার বাড়ি বাজিতপুর উপজেলার উজানচার এলাকায়। 

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক সুমন মিয়া বলেন, ‘ঘটনার সময় বিষয়টি আমাদের অধ্যক্ষকে জানানোর চেষ্টা করি। এ সময় আমার মোবাইল ফোনটিও কেড়ে নেয় অপহরণকারীর একজন। এরপর ডা. মির্জা কাউসারকে সঙ্গে করে মাইক্রোবাস নিয়ে চলে যায় তারা। গাড়িতে থাকা একজনের গায়ে পুলিশের পোশাক ছিল।’
 
হাসপাতালের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান বলেন, ‘ডা. মির্জা কাউসার খুবই নিরীহ ও মেধাবী। তিনি খরমপট্টি এলাকায় মেডিক্স কোচিং সেন্টারটি পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সন্ধ্যায় তার কোচিং সেন্টারের নিচে একটি কালো রঙের মাইক্রোবাস আসে। পরে মাইক্রোবাস থেকে পাঁচ জন লোক নেমে মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় যান। সেখানে গিয়ে ডা. মির্জা কাউসারকে খুঁজে বের করেন। পরে তাকে নিয়ে কোচিং সেন্টারের নিচে নামেন এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, কোচিং সেন্টারকেন্দ্রিক কোনও কারণে তাকে অপহরণ করা হয়েছে।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডা. মির্জাকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।