সহকর্মীকে ‘ছুরিকাঘাতে হত্যা’, পোশাক শ্রমিক আটক

সাভারে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. রাজন (২৫) নামে এক পোশাক শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মনির হোসেন (২১)। তিনি বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মনির ও রাজন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায়।

সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দিদারুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে কয়েকদিন দিন আগে মনির ও রাজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে বৃহস্পতিবার বউবাজার এলাকায় মনিরকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় চুরি নিয়ে দাঁড়িয়ে থাকেন রাজন। ছুটি শেষে কারখানা থেকে বের হওয়ার পর মনিরের ওপর হামলা করেন। এ সময় মনিরকে ছুরিকাঘাত করলে সঙ্গে থাকা আদনান বাধা দেন। তাকেও ছুরিকাঘাত করে রাজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। আদনান এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাজনকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।