প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ায় যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে উপস্থাপন এবং সরকারবিরোধী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী নাহিদ ইসলাম নাহিদ (২৫) গ্রেফতার করা হয়েছে। জেলা ডিবি পুলিশের এসআই আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করলে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। নাহিদ মানিকগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া এলাকার ইজ্জত আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে সংগঠন সূত্রে জানা গেছে।

মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, নাহিদুল ইসলাম পৌর ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।

অভিযোগ উঠেছে, গত ৩০ অক্টোবর নাহিদ নিজের ফেসবুকে পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট দেন। সেখানে কিছু লেখাও ছিল। এ ছাড়া নাহিদ অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ মানহানিকর তথ্য প্রচার করেছেন। আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য দিয়ে জনমনে ভীতি তৈরি করছেন।

জেলা ডিবির পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মামলার পর (বৃহস্পতিবার) রাতেই অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।